বাংলাদেশে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। সময়ের সাথে পাল্লা দিয়ে নতুন নতুন স্থানে মানুষের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দেশ যখন ডেঙ্গুর ভয়াবহতার ছোবলে জর্জরিত ঠিক তখনই কিছু হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু পরীক্ষার জন্য মূল্য আদায়ে ব্যস্ত হয়ে পড়ে। তাদের এই অযৌক্তিক মূল্য সংযোজন কে প্রতিহত করার জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর শনাক্তের জন্য সব ধরনের পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তারা ঢাকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক করে ডেঙ্গু পরীক্ষার মূল্য নির্ধারণ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসওয়ান (NS1)-এর জন্য সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। অন্যদিকে আইজিজি (IgG) ও আইজিএম (IgM)- এই দুটি পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এ ছাড়া সিবিসি (CBC) পরীক্ষার মূল্য হবে ৪০০ টাকা। তাছাড়া সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা বিনামূল্যে দেওয়া হচ্ছে। রোববার থেকে রাজধানীর সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।