বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সবশেষ চীনে আরো ৪২ জন মারা যায় বলে জানা যায় ।
মোট মৃত্যুর শতকরা ৯০ ভাগ মৃত্যুই হয়েছে চীনের হুবেই প্রদেশে যেখানে ভাইরাসটির প্রথম আবির্ভাব ঘটেছিল। এছাড়া আরো ১০টি দেশেও প্রাণহানি হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ইরানে ৫০ জন এবং ইতালিতে ৩০ জন মারা গেছে।
বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে প্রায় ৯০ হাজারের বেশি মানুষ। বর্তমানে চীনের অভ্যন্তরের তুলনায় চীনের বাইরের দেশগুলোতে সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে জানা যায়।
করোনাভাইরাস: বিশ্ব পরিস্থিতি
সারাবিশ্বে সংক্রমণের সংখ্যা বেশ বেড়েলেও, তবে চীনে এই হার কমেছে।
ইউরোপের হটস্পট বা সবচেয়ে বেশি সংক্রমণের মুখে থাকা ইতালিতে গত ৪৮ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে জানা যায়। রোববার দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান এ খবর সংবাদ মাধ্যম কে জানায়।
দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩৪ জন মারা গেছে এবং ১৬৯৪ জন আক্রান্ত হয়েছে। আমাজন জানিয়েছে, ইতালিতে থাকা তাদের দুই কর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে এবং তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।