বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা- অনুমোদিত টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলোর নিউজপোর্টাল এবং দৈনিক পত্রিকাগুলোর অনলাইন সংস্করণের পরিচালনা করতে নিবন্ধন নিতে হবে- এমন বিধান রেখে ‘জাতীয় অনলাইন মিডিয়া নীতি ২০১৭ (সংশোধন ২০২০)’ এর খসড়ার অনুমোদন দিয়েছে।
বাসস জানায়, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রধানমন্ত্রী গণভবন থেকে এ ভার্চুয়াল বৈঠকে যোগ দেন এবং তার মন্ত্রিসভার সহকর্মীরা সচিবালয় থেকে সংযুক্ত হন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘লাইসেন্সকৃত টেলিভিশন চ্যানেল এবং রেডিওগুলোকে তাদের অনলাইন নিউজপোর্টাল পরিচালনার জন্য পূর্বানুমতি নিতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু ( লাইসেন্স অনুযায়ী) তারা নিউজপোর্টাল চালানোর অধিকারপ্রাপ্ত নয়।’
তিনি বলেন, সংবাদপত্রগুলোকেও প্রিন্ট সংস্করণের সাথে অনলাইনে কোনো প্রকার পরিবর্তন আনলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।পত্রিকাগুলো সচরাচর এটি করছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, কমিশন গঠিত না হওয়ায় তথ্য মন্ত্রণালয় অনলাইন নিউজপোর্টাল পরিচালনার অনুমতি দেওয়ার জন্য একটি কর্তৃপক্ষ নির্ধারণ করবেন।
এছাড়া মন্ত্রিসভা ট্রাইব্যুনালের পরিবর্তে উপযুক্ত আদালতে মাদক সংক্রান্ত মামলার বিচারের বিধান রেখে ‘মাদকদ্রব্য (সংশোধন) আইন, ২০২০’-এর খসড়াও অনুমোদন করেছে এবং মেডিকেল কলেজ (পরিচালনা কমিটি) (বাতিল), আইন ২০২০-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।