৫০ শতাংশ ছাড়ে পণ্য নেওয়ার সুযোগ ৩১ মে পর্যন্ত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্টোররেন্ট বাবদ বিপুল রাজস্ব আয় করে থাকে। তবে বন্দরে কন্টেইনার জট কমিয়ে বন্দরকে গতিশীল করার স্বার্থে ৫০ শতাংশ ছাড়ে আমদানি পণ্যভর্তি কন্টেইনার বন্দর থেকে সরবরাহ নেওয়ার সুযোগ দেয়া হয়েছে আমদানিকারকদের।

অবশ্য বন্দর কর্তৃপক্ষ এর আগেও ২৬ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত শতভাগ মাশুল ছাড় দিয়ে অর্থ্যাৎ বিনামূল্যে পণ্যভর্তি কন্টেইনার ছাড়ের সুযোগ দিয়েছিল। ১৬মে সেই সময় শেষ হওয়ার পর ১৭ মে থেকে এই নতুন আদেশ দিল বন্দরের পরিবহন বিভাগ। নতুন আদেশে ১৭ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত স্টোররেন্ট ৫০ শতাংশ ছাড় দিয়ে পণ্যছাড়ের সুযোগ দেওয়া হয়েছে।

নতুন এই আদেশের ফলে, ১৭ মে জাহাজ থেকে পণ্য অবতরন এবং ৩১ মে মধ্যে বন্দর থেকে সরবরাহ নিলেই কেবল ৫০ শতাংশ ছাড়ের সুযোগ পাবেন আমদানিকারকরা। এরপর থেকে বন্দর কর্তৃপক্ষ স্বাভাবিক ভাড়া আদায়ে বাধ্য হবে।