বাংলাদেশের আখাউড়া সীমান্ত পথে ভারতের ট্রানজিট শুরু ১৯ শে অক্টোবর ২০১১ থেকে

বাংলাদেশের আখাউড়া সীমান্ত পথে ভারতে নিয়মিত পণ্য পরিবহন ১৯শে অক্টোবর  থেকে শুরু হচ্ছে

 

বাংলাদেশী মালিকানাধীন ইন্দোবাংলা শিপিং লাইনস লিমিটডের জাহাজে করে কোলকাতা থেকে ৬২১ মেট্রিক টন রডের কাঁচামাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর এসে পৌছায় গত মাসের শেষ দিকে ।

এরপর সেগুলো বাংলাদেশের ট্রাকে করে নিয়ে আসা হয় আখাউড়া স্থল বন্দরে।

 

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ জানান পণ্য পরিবহনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ট্রানজিট প্রক্রিয়া৻ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এসব পণ্য পরিবহন করা হলেও কোনো ধরনের মাশুল নেয়া হচ্ছে না।

কেন মাশুল নেযা হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, দুদেশের মধ্যে নৌ প্রটোকলের আওতায় এসব পন্য পরিবহন করা হচ্ছে।

এক্ষেত্রে যে সড়কপথও ব্যবহার হচ্ছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ভবিষ্যতে এই চুক্তি সংশোধন হলে মাশুল নেয়া হতে পারে।

তবে নৌসচিব মো আবাদুল মান্নান হাওলাদার মনে করেন, মাশুল নেয়া না হলেও, এর মাধ্যমে বাংলাদেশের শিপিং এজেন্ট কিংবা শ্রমিকরা লাভবান হচ্ছে। সেই সাথে বাংলাদেশের ট্রাক ওগুলো পরিবহন করার কাজে নিয়োজিত থাকায় তারাও লাভবান হচ্ছে৻

এদিকে আখাউড়া স্থলবন্দরে পরীক্ষামূলক ট্রানজিটের আওতায় যেসব পন্য পরিবহন করার কথা তার দ্বিতীয় চালানের প্রায় ৪৬৬ টন পণ্য এখনো রয়ে গেছে আখাউড়া বন্দরে। সেগুলোও শীঘ্রই পরিবহন করা হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ ।