২৪ সে নভেম্বর – ইতিহাসের এই দিনে

১৮৩১ সালের ২৪সে নভেম্বর  এ দিনে বিখ্যাত বৃটিশ পদার্থ-বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন। তার এ আবিষ্কারকে পদার্থ বিজ্ঞানে একটি বড় অগ্রগতি হিসেবে ধরা হয়। ফ্যারাডে ১৭৯১ সালে জন্মগ্রহণ করেন। প্রথমদিকে তিনি বই বিক্রেতার পেশায় নিয়োজিত ছিলেন এবং এ সময়ই তিনি বিজ্ঞান সংক্রান্ত পড়াশুনার সুযোগ কাজে লাগান। কয়েক বছরের মধ্যে ফ্যারাডে বৃটিশ পদার্থবিদ ও বিজ্ঞানী হামফ্রের সহযোগিতায় ল্যাবরেটরির এ্যাসিস্টেনন্ট বা সহকারী পদে নিযুক্ত হন। ফ্যারাডে উন্নতমানের বৈদ্যুতিক বাতি নির্মাণসহ রসায়ন ও ধাতু-বিদ্যা সংক্রান্ত গবেষণায় ব্যাপক সাফল্য অর্জন করেছিলেন। চৌম্বকীয় শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র তার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সূত্র ফ্যারাডের সূত্র হিসেবে পরিচিত। ফ্যারাডে ক্লোরিন গ্যাসসহ বিভিন্ন গ্যাসকে তরল পদার্থে রূপান্তরিতকারী বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ছিলেন।

আজ থেকে ১৪২০ বছর আগের এ দিনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এক লক্ষেরও বেশী মুসলমান ও সঙ্গী-সাথী নিয়ে পবিত্র মক্কায় আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে পবিত্র মদীনা শহর থেকে যাত্রা শুরু করেন। মহান আল্লাহর সর্বশেষ রাসূল (সাঃ) মদীনায় হিজরত করার পর মোট তিনবার পবিত্র কাবা জিয়ারতের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তিনি দুইবার হজ্বব্রত পালন করেন। হজ্ব পালনের সময় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) যথাযথভাবে হজ্ব পালনের রীতি বা পদ্ধতি মুসলমানদেরকে শিক্ষা দেন। সর্বশেষ হজ্ব থেকে ফেরার সময় বিশ্বনবী (সাঃ) আমিরুল মুমিনীন হযরত আলী (আঃ)কে তার স্থলাভিষিক্ত বলে জনগণের সামনে ঘোষণা করেন। রাসূলে পাক (সাঃ)’র জীবনের এই শেষ হজ্বকে বিদায় হজ্ব বলা হয়। এই বরকতপূর্ণ হজ্বের কয়েক মাস পর তিনি ইহজগত ত্যাগ করেন।

 

১৫৪৮ সালের এই দিনে ব্রিটিশ পার্লামেন্ট গির্জায় যাজকের বিয়ের অনুমতি প্রদান করে।
১৬৩৯ সালের এই দিনে ডেরিনিয়ার হরফ প্রথমবারের মত শুক্রগ্রহের গতিবিধি লক্ষ্য করেন।

 
১৬৪২ সালের এই দিনে আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন।
১৭১৫ সালের এই দিনে পেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল।
১৭৫৯ সালের এই দিনে বিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়।
১৮০০ সালের এই দিনে ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা।
১৮৩১ সালের এই দিনে বিখ্যাত বৃটিশ পদার্থ-বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন।
১৮৫১ সালের এই দিনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি চালু হয়।
১৮৫৯ সালের এই দিনে চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ‘অরিজিন অব দ্য স্পিসিস’ প্রথম প্রকাশিত হয়।
১৮৬৫ সালের এই দিনে কলকাতায় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম শুরু হয়।
১৯১৪ সালের এই দিনে বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন।
১৯২৩ সালের এই দিনে বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু।
১৯৩৩ সালের এই দিনে বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত।
১৯৫০ সালের এই দিনে ইরানের জাতীয় সংসদের জ্বালানী তেল বিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানী ও বৃটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে।
১৯৯৫ সালের এই দিনে দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙ্গে দেয়া হয়।
২০০৪ সালের এই দিনে ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয়।
২০১২ সালের এই দিনে বাংলাদেশের আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক।

 

১৬৩২ সনের এ দিনে হল্যান্ডের বিখ্যাত দার্শনিক ও সমাজ-বিজ্ঞানী বারুখ ডি স্পিনোজা জন্মগ্রহণ করেন। উচ্চতর পড়াশোনায় মননিবেশ করার পর তিনি ধীরে ধীরে দেকার্তের দর্শনের প্রতি আগ্রহী হন। স্পিনোজা ইহুদিদের ধর্মমতের সমালোচনা করায় তিনি ইহুদি পুরোহিতদের শত্রুতার শিকার হন এবং ধীরে ধীরে একঘরে হয়ে পড়েন। তার লেখা গ্রন্থগুলোর মধ্যে বুদ্ধিবৃত্তির উন্নয়ন, রাজনীতি এবং নৈতিক শাস্ত্র শীর্ষক গ্রন্থগুলো উল্লেখযোগ্য। স্পিনোজা ১৬৭৭ সালে মারা যান।

১৮৬৪ সালের এ দিনে বিখ্যাত ফরাসী চিত্রশিল্পী হেনরী টোওলুজ লটরেক জন্মগ্রহণ করেন। একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ ও ব্যাপক দারিদ্র টোওলুজের অধ্যাবসায় এবং প্রতিভার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে নি। টোওলুজ লটরেক ১৯০১ সালে মারা যান।

১৯৫০ সালের এ দিনে ইরানের জাতীয় সংসদের জ্বালানী তেল বিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানী ও বৃটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে। ইরানের তেল সম্পদ লুণ্ঠণের জন্য বৃটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং ইরানের তেল সম্পদ জাতীয়করণের আন্দোলন ছড়িয়ে পড়ার সময় এই চুক্তির পরিকল্পনা নেয়া হয়। এই চুক্তিতে ইরানের দক্ষিণাঞ্চলের তেল-খনিগুলোর ওপর বৃটেনের কর্তৃত্ব বৃদ্ধির চেষ্টা করা হয়। তাই প্রস্তাবিত চুক্তিটি ছিল ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। ইরানের ১৫ তম জাতীয় সংসদ চুক্তিটিকে নাকচ করে এবং বিষয়টি ১৬ তম সংসদের বিবেচনার জন্য মুলতবী রাখে। বৃটেনের এই ষড়যন্ত্রমূলক চুক্তি ফাঁস হয়ে পড়ায় আয়াতুল্লাহ কাশানীর নেতৃত্বাধীন ইসলামপন্থী শক্তি এবং মোসাদ্দেকের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী শক্তি ঐ চুক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। অবশেষ ইরানের জনগণের আন্দোলন সফল হয় এবং ইরানের তেল শিল্পকে জাতীয় শিল্প বলে ঘোষণা করা হয়।

১৮৫৮ সালের এ দিনে ইরানের কাজার রাজার তৎকালীন প্রধানমন্ত্রী মীর্যা বুজুর্গ ফারাহানী নামে খ্যাত মীয্যা ঈসা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত তাব্রীজ শহরে মারা যান। তিনি একজন সাহিত্যিক হিসেবেও খ্যাত ছিলেন। মীয্যা ঈসা ইরানের উন্নয়নের জন্য অনেক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছিলেন। আহকামুল জিহাদ ওয়া আসবাবুল এরশাদ বিভিন্ন ধরনের জিহাদ সম্পর্কিত তার লেখা একটি গুরুত্বপূর্ণ বই।
এবারে এই দিনে বিশ্বের অন্যান্য অঞ্চলে সংঘটিত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা তুলে ধরছি।

১৫২৪ সালের এ দিনে বিশ্বখ্যাত নাবিক ভাস্কোদাগামা মারা যান। ১৬৩৯ সালের এই দিনে ডেরিনিয়ার হরফ প্রথমবারের মত শুক্রগ্রহের গতিবিধি লক্ষ্য করেন। ১৯৯৫ সালের এ দিনে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙ্গে দেয়া হয়। ২০০৪ সালের এ দিনে ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয়।

১৫০৪ সালের এই দিনে স্পেনের ক্যাস্টিলের রানী প্রথম ইসাবেলার মৃত্যু।
১৫২৪ সালের এই দিনে বিশ্বখ্যাত নাবিক ভাস্কোদাগামা মারা যান।
১৬৩২ সালের এই দিনে হল্যান্ডের বিখ্যাত দার্শনিক ও সমাজ-বিজ্ঞানী বারুখ ডি স্পিনোজা জন্মগ্রহণ করেন।
১৬৩৯ সালের এই দিনে ডেরিনিয়ার হরফ প্রথমবারের মত শুক্রগ্রহের গতিবিধি লক্ষ্য করেন।
১৬৪২ সালের এই দিনে আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন।
১৬৫৫ সালের এই দিনে সুইডেনের রাজা একাদশ চার্লসের জন্ম।
১৭১৫ সালের এই দিনে পেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল।
১৭৪১ সালের এই দিনে সুইডেনের রানি উলরিকা ইলিওনেরার মৃত্যু।
১৭৫৯ সালের এই দিনে বিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়।
১৮০০ সালের এই দিনে ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা।
১৮৩১ সালের এই দিনে বিখ্যাত বৃটিশ পদার্থ-বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন।
১৮৫৮ সালের এই দিনে ইরানের কাজার রাজার তৎকালীন প্রধানমন্ত্রী মীর্যা বুজুর্গ ফারাহানী নামে খ্যাত মীয্যা ঈসা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত তাব্রীজ শহরে মারা যান।
১৮৫৯ সালের এই দিনে চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ‘অরিজিন অব দ্য স্পিসিস’ প্রথম প্রকাশিত হয়।
১৮৬০ সালের এই দিনে গণিতজ্ঞ কে পি বসুর জন্ম।
১৮৬৪ সালের এই দিনে বিখ্যাত ফরাসী চিত্রশিল্পী হেনরী টোওলুজ লটরেক জন্মগ্রহণ করেন।
১৮৭৬ সালের এই দিনে জাপানি অণুজীববিদ হিডেও নোগুচির জন্ম।
১৮৮৪ সালের এই দিনে বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষের মৃত্যু।
১৯১৪ সালের এই দিনে বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন।
১৯২৩ সালের এই দিনে বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু।
১৯২৬ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৫৭] চীনা-মার্কিন পদার্থবিদ সুং দাও লির জন্ম।
১৯৩৩ সালের এই দিনে বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত।
১৯৫০ সালের এই দিনে ইরানের জাতীয় সংসদের জ্বালানী তেল বিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানী ও বৃটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে।
১৯৯৫ সালের এই দিনে দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙ্গে দেয়া হয়।
২০০৪ সালের এই দিনে ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয়।
২০১২ সালের এই দিনে বাংলাদেশের আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *