নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারের স্বীকৃতি হিসাবে ইউনেস্কোর ‘পিস ট্রি’ অথবা ‘শান্তিবৃক্ষ’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ জাতিসংঘ মহাসচিবের গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনিসিয়েটিভ (জিইএফআই)’র সহায়তায় বাংলাদেশ সরকার ও ইউনেস্কো’র উদ্যোগে ‘নারী ও কন্যা শিশুদের সাক্ষরতা ও শিক্ষা: টেকসই উন্নয়নের ভিত্তি’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। নারী ও কন্যা শিশুদের শিক্ষা প্রসারে স্বীকৃতি স্মারক ‘শান্তির বৃক্ষ’ দেয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ইউনেস্কোর মহাপরিচালক বলেন, সমঝোতা শান্তি এবং স্বাধীনতার প্রতীক হিসেবে ‘ট্রি অব পিস’ প্রদানের মাধ্যমে আপনার অবদানের স্বীকৃতি দেয়া হলো
Leave a Reply