মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা ও সিলেট

বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহর সিলেটে মাঝারি আকারের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে । রাজধানী ঢাকায় স্থানীয় সময় দুপুর ২টা ৫৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম প্রদেশের জোরহাট থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। সেখানে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।ঢাকার পর আনুমানিক ৩০ মিনিট এর ব্যবধানে বিভাগীয় শহর সিলেটে ও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার (১৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে, এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। জানা যায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং জেলার বমডিলা এলাকায়।

ঢাকা

দুই শহরের স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। সবাই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিলেট আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী নগরে ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের অরুণাচলে উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫। অরুণাচল বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার দূরে। মৃদু কম্পেন হয়েছে।

সিলেট