মাশরাফি বিন মর্তুজাকে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মানা হয়। সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা। পুরো বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজা খেলেছেন হ্যামস্ট্রিং চোট নিয়ে। পুরোপুরি ফিট ছিলেন না বলে সেটির প্রভাব পড়েছে তাঁর পারফরম্যান্সেও। আজ বিকেলে সফর-পূর্ব সংবাদ সম্মেলনে অবশ্য বলছিলেন অনেকটা সেরে উঠেছেন। কিন্তু হঠাৎ করেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় অনুশীলনের সময় চোট পান মাশরাফি। অধিনায়ককে দেখার পর সাংবাদিকদের বিসিবির প্রধান চিকিৎসক জানান, গুরুতর চোটে ভুগছেন মাশরাফি।
“আগের জায়গাতেই নতুন করে চোট পেয়েছেন মাশরাফি। তিনি এই মুহূর্তে ভালো অবস্থায় নেই। তার শ্রীলঙ্কা যাওয়া নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।”
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। শনিবার দুপুরে দেশ ছাড়বে তারা। ২৩ জুলাই খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।