আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে র্যাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেল উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময় শিমরাইল এলাকায় র্যাব-১১-এর একটি দল পিকআপ ভ্যানে থাকা ১৪টি ড্রামভর্তি জ্বালানি তেল জব্দ করে। উদ্ধার করা জ্বালানি তেলের দাম প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। গ্রেপ্তার দুই ব্যক্তির নাম মো. নাছির আলী (৪০) এবং মো. হাবিবুর রহমান (৩৮)। শুক্রবার দুপুরে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ডিপোকেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই জ্বালানি তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এসব ডিপো থেকে প্রতিদিন জ্বালানি তেলভর্তি ট্যাংকলরি দেশের বিভিন্ন অঞ্চলে যায়। কিছু অসাধু চালক ও সহকারী নামমাত্র দামে এই জ্বালানি তেল চোরাই সিন্ডিকেটের কাছে বিক্রি করে। এরপর এই তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে সিন্ডিকেটগুলো।
এসব চোরাই সিন্ডিকেটের বিপক্ষে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।