আজ দুপুরে সফর পূর্বক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সেখানে শ্রীলঙ্কা সফর নিয়ে সাংবাদিক সাথে আলোচনা করেন। কিন্তু সংবাদ সম্মেলন এর পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় অনুশীলনের সময় চোট পান মাশরাফি। অধিনায়ককে দেখার পর সাংবাদিকদের বিসিবির প্রধান চিকিৎসক জানান, গুরুতর চোটে ভুগছেন মাশরাফি। “আগের জায়গাতেই নতুন করে চোট পেয়েছেন মাশরাফি। তিনি এই মুহূর্তে ভালো অবস্থায় নেই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য সন্ধ্যায় বলতে পারেননি কে হচ্ছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক, ‘সিরিজ শুরু ২৬ জুলাই। এখনো দেরি আছে। এর মধ্যে বোর্ড নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে।’ খানিক পরেই বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস প্রথম আলোকে বললেন, ‘মাশরাফি শেষ মুহূর্তে ছিটকে পড়েছে। এই সফরে দলকে নেতৃত্ব দেবে তামিম (ইকবাল)।’
বাংলাদেশ দলকে তামিম একবারই নেতৃত্ব দিয়েছিলেন, ২০১৭ সালের ক্রাইস্টচার্চ টেস্টে। নিয়মিত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আঙুলের চোটে খেলতে পারেননি সেই টেস্ট। এবার মাশরাফি চোটে পড়ায় আবারও নেতৃত্বের ভার এসে পড়ছে তামিমের কাঁধে।