কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। সফটওয়্যার শ্রীলংকার বর্তমান স্কোর ৩৪ ওভারে ৪ উইকেটে ২১২।
ব্যাটে-বলে ঝড় তুলেছেন দুই কুশল- পেরেরা ও মেন্ডিস। পেরেরা আক্রমণাত্মক ছিলেন শুরু থেকেই। মেন্ডিস একটু সময় নিয়ে গর্জে উঠেছেন। তাদের ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোরের ভিত পেয়েছে শ্রীলঙ্কা। ১০ রানে প্রথম উইকেট হারানো শ্রীলঙ্কাকে টেনে তুলছিলেন দিমুথ করুণারত্নে, অধিনায়কের সঙ্গে ক্রিজে দাপট দেখান কুশল পেরেরা। অবশেষে তাদের শক্ত জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ।
মিরাজ তার পঞ্চম ওভারে করুণারত্নেকে ফেরান। লঙ্কান অধিনায়ককে শর্ট ফাইন লেগে মোস্তাফিজুর রহমানের সহজ ক্যাচ বানান এই স্পিনার। ৩৭ বলে ৩৬ রান করেন করুণারত্নে।এদিকে প্রায় তিন বছর পর ওয়ানডে খেলছেন শফিউল ইসলাম। ২০১৬ সালের অক্টোবরে সবশেষ একদিনের ক্রিকেট খেলেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেলেন শফিউল ইসলাম। অভিষ্কা ফার্নান্ডোকে ৭ রানে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ১০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারানোর ধাক্কা শ্রীলঙ্কা সামাল দিয়েছে দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরার ব্যাটে।