২০১১ সালের ১ নভেম্বর ধোনিকে ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়া হয়েছিল। সেই পদের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে আগামী ২ মাস দেশের আধা সামরিক বাহিনীর কাজে তিনি ব্যস্ত থাকবেন। বিশ্বকাপ শেষে অবসর না নিয়ে দুই মাসের ছুটি নিয়েছেন ধোনি। কথা ছিল, সামরিক বাহিনীতে প্রশিক্ষণ নেবেন। এবার কথা মতোই কাজ শুরু করে দিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। অবশ্য এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে তিনি আগেই জানিয়েছিলেন।
বুধবার ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টে ধোনি যোগ দিয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, কাশ্মীরে ধোনি টহল দেবেন, পাহারা দেবেন। অর্থাৎ অন্যান্য সেনা-জওয়ানরা যে কাজ করেন, সেই কাজই করতে দেখা যাবে ক্রিকেট বিশ্বের সেরা ‘ফিনিশার’কে। ১৫ অগস্ট পর্যন্ত কাশ্মীরে তিনি এই কাজে নিয়োজিত থাকবেন বলে জানা গেছে। ধোনির মতো জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব সেনাবাহিনীতে যোগ দেওয়ায় যুব সমাজের মধ্যে সচেতনতা বাড়বে বলেই মনে করা হচ্ছে।