সেপ্টেম্বরে বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়া তৃতীয় দলটি কি পাকিস্তান ?

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা রয়েছে। এই ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে আসার কথা ছিল জিম্বাবুয়ে ও আফগানিস্তান ক্রিকেট দলের। কিন্তু আইসিসির সদস্যপদ স্থগিত হওয়ায় জিম্বাবুয়ে আসতে পারছে না। যে কারণে তাদের পরিবর্তে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে আসার চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, জিম্বাবুয়ের পরিবর্তে আরেকটি দলকে আনার চেষ্টা আমরা করব, তবে পাওয়ার সম্ভাবনা কম। যারা তখন ফ্রি থাকবে তাদের আনার চেষ্টা করব।

আইসিসির ফিউচার ট্যুর পোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী সেপ্টেম্বরে প্রায় সবগুলো দলই ব্যস্ত থাকবে।ওই সময়ে আন্তর্জাতিক ম্যাচ থাকবে না কেবল পাকিস্তানের।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, আমরা জিম্বাবুয়েকে ছাড়াই সিরিজ খেলব। তবে তৃতীয় দলটি কারা হবে, এ ব্যাপারটি নিশ্চিত করতে পারেনি বিসিবি। সম্ভাব্য দল হিসেবে পাকিস্তানের নামটিই সবার আগে উঠে আসছে।