৪ ই আগস্ট রবিবার বরিশালের জ্যৈষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের পরিচালক মোহাম্মদ ইউসুফ তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
দুদকের অন্য এক কর্মকর্তা জানান প্রশান্ত কুমার বণিক চট্টগ্রাম কারাগারের যখন জ্যেষ্ঠ জেল সুপার ছিলেন তখন এই কারাগারের ডিআইজি ছিলেন পার্থ গোপাল বণিক। সেই সময় তাদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে।
এখানে উল্লেখযোগ্য যে, এই অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে গত ২৮ জুলাই ধানমণ্ডির নর্থ রোডের (ভূতেরগলি) ২৭-২৮/১ নম্বর বাসার বি/৬ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করার পাশাপাশি পার্থকে গ্রেপ্তার করে দুদক। এ ঘটনায় পরদিন দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। গ্রেপ্তারের পর পার্থকে কারাগারে পাঠায় ঢাকার মহানগর বিশেষ জজ আদালত। এরপর ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পার্থকে সাময়িক বহিষ্কারের প্রজ্ঞাপন জারি করে।