ঘরোয়া ভাবে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসের কার্যকারী উপায়

আমাদের বাংলাদেশ বর্তমানে ডেঙ্গুর প্রকোপ এতটাই বেড়েছে যে তা দিনে দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রতিনিয়ত ডেঙ্গু রোগ সৃষ্টিকারী এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে চলছে। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগের কারণে মৃত্যুর মিছিলে কেউ না কেউ সামিল হচ্ছেন। ডেঙ্গু রোগ থেকে পরিত্রান পেতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। এই সচেতনতাই পারে এডিস মশার উৎস স্থল ধ্বংস ও আমাদেরকে ডেঙ্গু রোগ থেকে মুক্ত রাখতে।

ডেঙ্গু মশার লার্ভা

আসুন জেনে নেই ঘরোয়া ভাবে এই এডিস মশার লার্ভা ধ্বংসের কয়েকটি উপায়
১. অভিল অয়েল, ভেজিটেবল অয়েল, কেরোসিন তেল জমে থাকা পানিতে দিলে এডিস মশার লার্ভা ধ্বংস হবে।তবে এই তেল পুকুর কিংবা মাছ থাকে এমন জলাশয়ে ভুলেও ব্যবহার করবেন না।

২. কীটপতঙ্গ মারার জন্য এক ধরনের সাবান পাওয়া যায়। এ ছাড়া বাসন মাজার সাবান, শ্যাম্পু- সবই ব্যবহার করতে পারেন।

৩. ব্লিচিং পাউডার মশার লার্ভা ধ্বংসের জন্য কার্যকর।এক গ্যালন পানিতে এক চামচ ব্লিচিং পাউডার দিয়ে মশার লার্ভা ধ্বংস করতে পারেন।

এ ছাড়া এসি, টবের পানি নিয়মিত পরিষ্কার করুন। এ ছাড়া তুলসী, পুদিনা পাতার গাছ লাগলেন মশা তাড়াতে।