দুই বাংলায় ক্রিকেটার হিসেবে জনপ্রিয় ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দুই বাংলায় তিনি দাদা নামে পরিচিত। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে নিজেকে একজন পাকা উপস্থাপক হিসেবে সকলের নিকট নতুন পরিচিতি তৈরি করেছেন। উপস্থাপনার পাশাপাশি এবার তিনি অভিনেতা হিসাবে নাম লেখালেন। দীর্ঘদিন ধরে অনুরোধ সত্ত্বেও রাজি হননি। সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। মুম্বাইয়ের প্রখ্যাত পরিচালক থেকে কলকাতার নাম্বার ওয়ান অভিনেতা প্রসেনজিৎ পর্যন্ত অফার দিয়েছেন। নাম ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। ভেবে দেখব বলে পাশ কাটিয়ে গেছেন। অবশেষে তাতে নাম লেখালেন সৌরভ গাঙ্গুলি। তবে ছবিতে নয়, ধারাবাহিক সিরিয়ালের অল্প দৃশ্যে।
নাটকটির নাম ‘বকুল কথা’। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় মেগা সিরিয়াল। সম্প্রতি রাজারহাটে একই চ্যানেলের রিয়েলিটি শো ‘দাদাগিরি’ শুট করেন সৌরভ। এরই ফাঁকে আধা ঘণ্টা ‘বকুল কথায়’ শুট করেন তিনি। এর শুটিং হয় শহরের একেবারে অন্য প্রান্তে, ভিলাইন স্টুডিওতে। দাদার সিকোয়েন্সের জন্য পুরো ইউনিট আসে এখানে।
জি বাংলার পক্ষে সম্রাট ঘোষ বলেন, দাদাকে রাজি করাতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদের টিম বহুদিন ধরে উনার সঙ্গে কথা বলছিল। আগামী ১৩-১৫ আগস্ট তার অভিনীত দৃশ্যগুলো দেখা যাবে। সংক্ষিপ্ত সময়ের উপস্থিতিতেও অনেক কিছু দেখা যাবে।