ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

চীনের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘লেকিমা’। প্রলয়ঙ্কারী এ ঘূর্ণিঝড়ের আতঙ্কে উপকূলীয় অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে চীনা কর্তৃপক্ষ।

লেকিমা ঝড়টি বর্তমানে তাইওয়ান উপকূলে অবস্থান করছে। সেখান থেকে ঘণ্টায় ১৯০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে চীনের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। আশঙ্কা করা হচ্ছে, শনিবারের মধ্যে এটি চীনের ঝেজিয়াং প্রদেশে আছড়ে পড়বে।

দেশটির জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানায়, জনগণকে সতর্ক করতে ও জরুরি ত্রাণ বিতরণের জন্য এরইমধ্যে বেশ কয়েকটি সেচ্ছাসেবক ও উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে। সাংহাই উপকূলে হাজার হাজার মানুষকে অগ্রীম সতর্কতা হিসেবে বাড়িঘর ছেড়ে অন্যত্র নিরাপদ কোথাও আশ্রয় নিতে বলা হয়েছে।