মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়িয়েছে সরকার। আজ সোমবার (৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে আগামী ৭ থেকে ১৪ মে পর্যন্ত নতুন করে সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং সেই সাথে ৬ মে বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি, ৮ ও ৯ মে এবং ১৪ ও ১৫ মের সাপ্তাহিক ছুটির দিনগুলোও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুরুতে সরকার গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে। প্রথম দফায় ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়। পরবর্তীতে আরও চার দফা ছুটির মেয়াদ বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।