বেঞ্চ প্রতি একজন শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষা সেপ্টেম্বর বা অক্টোবরে হতে পারে!

বিশ্ব জুড়ে চলমান মহামারি করোনার কারণে গত মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর ফলে সবচেয়ে বিপাকে পড়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। সংখ্যায় তারা প্রায় ১৩ লাখ।

এবার করোনা মোকাবেলার জন্য প্রতি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসানোর মাধ্যমে আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় এই সম্ভাব্য সময়সূচীর কথা। তাছাড়া পরীক্ষা নেয়া সংক্রান্ত একটি রোডম্যাপ ইতোমধ্যে তৈরি করে বিভিন্ন প্রস্তুতি শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা পরিস্থিতির ক্ষতি পুষিয়ে নিতে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের সময়সীমা কমিয়ে আনা হবে। দেড় মাসের বদলে এটি এক মাসের মধ্যে শেষ করা হতে পারে।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দেশের করোনা পরিস্থিতির কারনে পরীক্ষা মার্চেই স্থগিত ঘোষণা করা হয়।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা গেছে।