এবার ঘুমন্ত’ অবস্থায় ধর্ষণ হওয়ার ব্যাপারে খোলাখুলি ভাবে মুখ খুললেন হলিউড অভিনেত্রী। হলিউডের মি টু ক্যাম্পেইনের উদ্যোগে অধিকাংশ নায়িকারা নানান প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন। নিজেদের জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অনেকেই।
গত বছর প্রকাশ্যে আসে হলিউড অভিনেত্রী এমি শুমারের ভয়াবহ যৌন হেনস্থার ঘটনা। সম্প্রতি আবারও বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। বিষয়টি নিয়ে তিনি বলেন, বয়ফ্রেন্ড তার অনুমতি না নিয়েই ঘুমের মধ্যে সম্পর্ক স্থাপন করে বলে দাবি করেছেন ওই অভিনেত্রী।
নায়িকা জানান, তিনি এবং তার বয়ফ্রেন্ড একই বাড়িতে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থার সত্ত্বেও এমির বয়ফ্রেন্ড তাকে রেপ করে। তখন রিলেশনশিপের যেই স্টেজে আমার ছিলাম এসব নিয়ে আমরা কোনো কথা বলিনি, কোনো আলোচনাও করিনি এই বিষয়ে আমরা।
এমি বলেন, আমি কখনো এই ধরনের বিষয়ে আগ্রহী ছিলাম না। সাধারণত আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ভেবে চিন্তে এগোয়। কিন্তু একাই বাসায় ঘুমানোর কারণে ও হঠাৎ করে আমার ঘুমের মধ্যেই এরকম করে বসল। আমার যখন ঘুম ভাঙে আমি তখন ভীষণই রেগে, খুব আঘাত পেয়েছিলাম। কখনও ভাবিনি যে যাকে আমি এত বিশ্বাস করি, সে কখনও এরকম করবে আমার সঙ্গে। তখন বেশ ঘাবড়ে গিয়েছিলাম।