পাকিস্তানের ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ জাহিদকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে । হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন ইউসুফ, বোলিং কোচ হয়েছেন জাহিদ। কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়া লক্ষ্য ছিল ইউসুফের। ৪৫ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান জানালেন, অপেক্ষায় ছিলেন উপযুক্ত সময় ও সুযোগের।
তিনি বলেন, ‘আমার বিশ্বাস, দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য এটাই আমার জন্য সঠিক সময়। সুযোগটি পেয়ে আমি আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বলতম সময়গুলোর একটির সঙ্গে যুক্ত হয়ে আমি যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি তা তরুণ ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দিতে পারব।’ অভিষেকে আলো ছড়ালেও চোটের জন্য ক্যারিয়ার খুব একটা বড় হয়নি গতির ঝড় তোলা জাহিদের। ২০০৩ সালে অবসর নেওয়ার আগে দেশের হয়ে খেলতে পেরেছেন কেবল ৫ টেস্ট ও ১১ ওয়ানডে। হাই পারফরম্যান্স সেন্টারের ফিল্ডিং ও উইকেটকিপিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আতিক-উজ-জামান।