অর্থ ও পরিচিতি
কদর শব্দের অর্থ হল ” মহিমান্বিত ” বা অতি ক্ষমতাধর । পবিত্র রমজান মাসের একটি নির্দিষ্ট রাতকে কদর বলা হয়ে থাকে । সুরা আল কদর পবিত্র কুরআন শরিফের ৯৭ তম সুরা ও এতে রয়েছে মহিমান্বিত ৫ টি আয়াত । অনেক মতবাদে এই রাত থেকেই কোরআন নাযিলের সূচনা হয় । \ এই রাতে নির্দিষ্ট রাতে মুহাম্মদ সঃ এর উপর কুরআন নাজিল না হলেও ধারনা করা হয় – সমগ্র মানব জাতী ও বিশ্ব ব্রাম্মান্ড এর উপর সৃষ্টিকর্তার পক্ষ থেকে উৎকর্ষ হিসাবে অবতরন করে ।
কদর অর্থ হচ্ছে শ্রেষ্টত্ব ও মর্যাদা। অর্থাৎ এটি অত্যন্ত মর্যাদাশালী রাত। রমযানের শেষ দশ তারিখের কোনো একটি বেজোড় রাত হচ্ছে এই কদরের রাত।
বাংলা অনুবাদ – সুরা আল-কদর
- আমি একে নাযিল করেছি শবে-কদরে।
- শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
- শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
- এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
- এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে
বাংলা উচ্চারন – সুরা আল কদর
- ইন্না আনঝালনাহু ফী লাইলাতিল ক্বাদরি,
- ওয়ামা আদরাকা মালাইতুল ক্বাদরি।
- লাইলাতুল ক্বাদরি খইরুম মিনআলফিশাহর।
- তানাঝ্ ঝালুল মালা-য়িকাতু ওয়ার রূহ ফীহা বিইজনি রাববিহিম মিনঁ কুল্লি আমরিন
- স্লামুন হিয়া হাত্তা মাতলায়িল ফাজরি।