সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে সৌদি আরবের পক্ষ থেকে ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ প্রদান

সৌদি আরব সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, কে ০৪-২-২০১৯ সৌদি সরকারের পক্ষ থেকে ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ প্রদান করা হয়। রয়েল সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রোয়ায়লি (ঋধুরধফয ইরহ ঐধ’সবফ অষ-জড়ধিরষু) সেনাবাহিনী প্রধানকে উক্ত মেডেল পরিয়ে দেন।

১৪ ফেব্রিয়ারি বাংলাদেশ এর সাথে সৌদি প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নের প্রায় ১৮০০ সৈন্যকে সৌদি আরবে মোতায়েন করা হবে ।