আমেরিকান বিমান বাহিনি বাংলাদেশেঃ Exercise Pacific Angel-2019-1

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে ০৬ দিনব্যাপী যৌথ মহড়া “Exercise Pacific Angel-2019-1”অনুষ্ঠিত হয় । যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমান বাহিনীর মিশন কমান্ডার মেজর খ্রীস্টোফার গ্লেন ফালমার এর নেতৃত্বে প্রায় ৬০ জন সদস্যসহ নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ডের ৬ জন চিকিৎসক এ মহড়ায় অংশগ্রহণ করেন । এই অনুশীলনটি ছিল অসামরিক । আমারিকান বিমান সেনারা – স্কুল এ দেয়াল রং করেছেন , এলাকার মানুষজনদের ডাক্তারি চেক আপ দিয়েছেন ।

সার্জেন্ট স্টেফেনি ব্লেক লালমনিরহাটে এক শিশুর স্বাস্থ পরিক্ষা করছেন

U.S. Air Force Tech. Sgt. Stephanie Blake, 354th Medical Group paramedic, Eielson Air Force Base, Alaska, checks vitals for a Bangladeshi child during Pacific Angel 19-1 in Lalmonirhat, Bangladesh, June 23, 2019
U.S. Air Force Tech. Sgt. Stephanie Blake, 354th Medical Group paramedic, Eielson Air Force Base, Alaska, checks vitals for a Bangladeshi child during Pacific Angel 19-1 in Lalmonirhat, Bangladesh, June 23, 2019

আমেরিকান বিমানসেনা আদ্রিয়ানা সেলফি তুলছেন স্কুলের ছাত্রদের সাথে

U.S. Ambassador visits Pacific Angel 19-1
U.S. Air Force Airman 1st Class Adriana Barrientos, 673rd Air Base Wing broadcast journalist, Joint Base Elmendorf-Richardson, Alaska, takes a selfie with Bangladeshi students during Pacific Angel 19-1

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমান বাহিনীর মিশন কমান্ডার মেজর খ্রীস্টোফার গ্লেন ফালমার এর নেতৃত্বে প্রায় ৬০ জন সদস্যসহ নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ডের ৬ জন চিকিৎসক এ মহড়ায় অংশগ্রহণ করেন।গ্রুপ ক্যাপ্টেন আব্বাস আলী, জিইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) এর নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় ১৩০ জন এ মহড়ায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিঃ র্আল রবার্ট মিলার , বিমান বাহিনির মেজর রায়ান ও বাংলাদেশ বিমানবাহিনীর মেজর জেনারেল নজরুল ইসলাম

U.S. Ambassador visits Pacific Angel 19-1
Civil engineers improve quality of life during Pacific Angel 19-1
U.S. Air Force Master Sgt. Daniel Wissmann, right, 18th Civil Engineer Squadron lead engineer planner, Kadena Air Base, Japan, and Bangladesh Air Force member hang a plaque commemorating the partnership and accomplishments of Pacific Angel 19-1 in Lalmonirhat, Bangladesh, June 25, 2019. The United States is dedicated to working with Bangladesh and other nations and organizations to build capacity and partnership in the Indo-Pacific region. (U.S. Air Force photo by Staff Sgt. Ramon A. Adelan)

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিঃ র্আল রবার্ট মিলার (২৪-৬-২০১৯) বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে লালমনিরহাটে পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে রাষ্ট্রদূত লালমনিরহাট জেলার কদমতলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্প এবং ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ে প্রকৌশল কার্যক্রমের জন্য স্থাপিত ক্যাম্প পরিদর্শন করেন । এছাড়া, উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীদের সাথে ক–শলাদি বিনিময় করেন।

Civil engineers improve quality of life during Pacific Angel 19-1
U.S. Air Force civil engineers and Bangladesh contracted engineers work on quality of life projects for local schools during Pacific Angel 19-1 in Lalmonirhat, Bangladesh

স্কুলের দেয়াল রং করছেন যুক্ত্রাজ্যের বিমান বাহির সদস্য স্টাফ সার্জেন্ট হাং ও পিয়ায

Civil engineers improve quality of life during Pacific Angel 19-1
U.S. Air Force Staff Sgt. Hung Le, left, 18th Civil Engineer Squadron electrical systems craftsman, Kadena Air Base, Japan, and Staff Sgt. Zachariah Gomez-Paiz, 18th CES water and fuel systems, paint a classroom during Pacific Angel 19-1 in Lalmonirhat

Civil engineers improve quality of life during Pacific Angel 19-1
U.S. Air Force Staff Sgt. Travis Backlund, left, 152nd Civil Engineer Squadron water and fuel systems, Nevada Air National Guard, and Senior Airman Bryan Amezquita, 18th Civil Engineer Squadron structural journeyman, Kadena Air Base, Japan, assemble a power generator for a local school 
Pacific Angel 19-1 opening day
Bangladesh Air Force Maj. Gen. M. Nazoul Islam, middle, commanding officer of BAF Base Matiur Rahman, U.S. Air Force Maj. Kristoffer Pfalmer, middle right, 152nd Air Wing Nevada Air National Guard mission commander, other BAF and Bangladesh Army officials cut the opening ceremony ribbon during Pacific Angel 19-1 in Lalmonirhat,