পুরো বিশ্বে করোনা প্রতিরোধী সরঞ্জামের ঘাটতি

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় হু’র নির্বাহী বোর্ডের সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেডরস আধানম গোব্রিয়াসেস জানান,প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী সরঞ্জামের ব্যাপক ঘাটতির মুখে পড়েছে বিশ্ব। তিনি আরও জানান, জাতিসংঘ বিভিন্ন অঞ্চলে পরীক্ষার কিট, মাস্ক, গ্লোভস, শ্বাসযন্ত্র এবং গাউন পাঠাচ্ছে। কিন্ত তা পর্যাপ্ত না। তিনি আরও বলেন এ বিষয়ে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে এবং ভাইরাস প্রতিরোধী সরঞ্জাম সরবরাহ যেন সঠিক ও যথাযথভাবে হয় সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে।