১০১ ডিগ্রি তাপমাত্রা হলেই সচিবালয়ে প্রবেশ নিষেধ

বাংলাদেশ সচিবালয়ে আসা দর্শনার্থীরা যখন প্রবেশ করতে যাচ্ছে তখনই তাকে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হচ্ছে। এবং দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রি হলেই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সচিবালয় গেইটে কর্মরত সচিবালয়স্থ ক্লিনিকের নার্সিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, আমরা রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে থার্মাল স্ক্যানারের সাহায্যে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে প্রবেশ করতে দিচ্ছি। রোববার আমরা প্রায় দেড় হাজার দর্শনার্থীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করেছি। আজ কেবিনেট বৈঠক থাকায় দর্শনার্থী কম থাকায় সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত দেড় থেকে দুইশ’ জনের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। তিনি আরও জানান, তারা শুধু দর্শনার্থীদের পরীক্ষা করছি। সচিবালয়ে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের পরীক্ষা করছেন না। সাধারণত ১০১ ডিগ্রি ও এর ওপরের তাপমাত্রা হলে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর নিচে সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *