করোনা সংক্রমণ প্রতিরধে ইসলামিক ফাউন্ডেশনের আহ্বান

বিশ্বব্যাপী করোনা মহামারি আকার ধারণ করায় দেশে এর সংক্রমণ ঠেকাতে শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাবার আগে বাসায় অজু করে সুন্নত ও নফল নামাজ পড়ে, শুধুমাত্র ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যেতে মুসুল্লিদের আহ্বান জানানো হচ্ছে। দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২০ জন। এর মধ্যে মারা গেছেন একজন। সেবা নিয়েছেন ৫০ জন। আইসোলেশনে ৩০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৪ জন। এখন থেকে বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ী (সেক্টর-১৮) সংলগ্ন রাজউক এপার্টমেন্ট প্রকল্পে দুই কোয়ারেন্টিন সেন্টার পরিচালিত হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। ইউরোপের দেশটিতে এই সময়ে নতুন করে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩২২ জন। এ নিয়ে মোট আক্রন্ত হয়েছেন ৪১ হাজার ৩৫ জন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *