ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালির মিলান সিটির নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনা গোলাম মাওলা (৫৯) নামে এক বাংলাদেশির। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।দেশে সব মিলিয়ে দাঁড়িয়েছে করোনা রোগীর সংখ্যা ২৪ জনে। সারাদেশে ১৪ হাজার মানুষ রয়েছেন হোম কোয়ারান্টিনে। আর প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের আছেন ৫০ জন।রাজধানীর দিয়াবাড়ী ও টঙ্গী ইজতেমা মাঠে কোয়ারেন্টিন বাড়ানোর জন্য সেনাবাহিনী কাজ করছে।বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১১ হাজার ৪১৭ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৫৪ জন।’সাইবেরিয়ার একটি ল্যাবরেটরিতে প্রাণীর শরীরে করোনা ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধকের প্রটোটাইপ পরীক্ষার কাজ শুরু করেছে রাশিয়া। নভোসিবির্স্ক শহরের ভেক্টর স্টেট ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি সেন্টার ৬টি ভিন্ন ভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্মে ওই পরীক্ষা শুরু করেছে বলে জানাযায়।
Leave a Reply