করোনা সম্পর্কে যখন অনেকেই উদাসীন তখন মৃত ব্যাক্তিদের দাফন করতে পাওয়া যাচ্ছে না মানুষ । রোববার রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সন্দেহে একজঙ্কে দাফন করা হয়। দাফন করা ওই নারীর বয়স ৫০ বছর । জানাজায় মাত্র উপস্থিত ছিলেন ৬ জন । ওই নারীর স্বামী প্রথম আলোকে জানান, তাঁর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা এখনো জানা যায়নি। তাঁর স্ত্রী কয়েক দিন ধরেই সর্দি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন।কবরস্থানের ইমাম ও উপস্থিত আটজন মিলে জানাজা পড়েন । এর আগে বুধবার । খিলগাঁও তালতলা কবরস্থানে করোনাভাইরাসে মারা যাওয়া প্রথমবারের মতো এক ব্যক্তিকে দাফন করা হয়েছিল । যাঁরা মৃতদেহটি অ্যাম্বুলেন্সে করে এনেছিলেন, তাঁরাও কেউ লাশ ধরতে রাজি হননি । পড়ে মহল্লার চার যুবক মিলে পি পি ই পড়ে তার দাফন করা হয় । https://bit.ly/39yz3LP
Leave a Reply