কৃত্রিম অ্যান্টিবডি তৈরি করেছেন জার্মান ও ইসরায়েল এর বিজ্ঞানীরা

জার্মানির বিজ্ঞানীরা পরীক্ষাগারে তারা এমন একটি কৃত্রিক ‘অ্যান্টিবডি’ তৈরি করতে সক্ষম হয়েছেন যেটা নভেল করোনাভাইরাসকে পরাস্ত করতে সক্ষম। কভিড-১৯ চিকিৎসা ও মহামারিটির বিস্তার রোধে এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, দেশটির একটি কোম্পানি করোনাভাইরাসের মোনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করেছে। যা এই ভাইরাস নিষ্ক্রিয় করে দিতে পারে এবং ভেঙে দিতে পারে ভাইরাল প্রোটিন । ওয়ারউইক মেডিকেল স্কুলের সাম্মানিক ক্লিনিক্যাল লেকচারার জেমস গিল বলেছেন, ‘ল্যাব টেস্টে আমরা এমনই একটি অ্যান্টিবডির সন্ধান পেয়েছি যেটা ভাইরাসকে নিষ্ক্রিয় করে দিতে পারে।জার্মান গবেষক দল বলছেন, তাঁরা একটি কৃত্রিম অ্যান্টিবডি পেয়েছেন যা সার্স করোনভাইরাস-২ কে ব্লক করে এবং এইকভাবে সংক্রমণ রোধ করে। কৃত্রিম এই অ্যান্টিবডি কভিড-১৯ রোগের গুরুতর ফর্মগুলোর জন্য বিশেষভাবে উপযুক্ত এবং একই সাথে এটা ভাইরাসের বিস্তারও প্রতিরোধ করে https://www.kalerkantho.com/online/world/2020/05/09/909427