এ বছর চালের বাম্পার ফলন ও গত বছর অত্যাধিক চাল আমদানির কারণে এবার চালের বর্তমান মূল্য তার উৎপাদনের মূল্য থেকে প্রায় 15 টাকা কম
যেখানে প্রতি কেজি চাল উৎপাদনে খরচ হয়েছে 24 থেকে 25 টাকা সেখানে এই চালের বিক্রয় মূল্য বর্তমানে পাইকারি বাজারে 15 থেকে 20 টাকা প্রতি কেজি গত 5 থেকে 7 বছরের মধ্যে এবার এই চালের মূল্য সবচেয়ে কম হয়েছে যা অর্থনীতির জন্য ক্ষতিকারক
এর আগে চালের মূল্য ঠিক থাকতে শুল্ক 28 শতাংশ করা হলেও গতকাল থেকে এখন চাল আমদানিতে 55 শতাংশ বা যা মূল্য তার 55 ভাগ শুল্ক প্রদান করতে হবে আমদানীকারকদের
2018-19 অর্থবছরে প্রায় 3 লাখ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে যা বর্তমান চালের দাম কমে যাওয়ার অন্যতম কারণ
এখন অনেকেই চালের দাম কমে যাওয়াতে আনন্দিত হলেও দিনশেষে এটি হাজারো কোটি কৃষকের জীবন চলার সম্পদ তাই চালের মূল্য অত্যাধিক কমে গেলে দেশের ক্ষতি কৃষকের ক্ষতি সর্বোপরি জাতির ক্ষতি
চাল আমদানিতে 55 ভাগ শুল্ক দেওয়ার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আশা করা যাচ্ছে ঈদের আগেই চালের দাম আগের অবস্থায় ফিরে আসবে এবং কৃষকরা লাভবান হবে