শ্বেতা বসু প্রসাদ (Shweta Basu Prasad ) ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ২০০২ সালে প্রথম অভিনয় ছবিতে। ‘মাকড়ি’ ছবিতে চুন্নি ও মুন্নি, দুই বোনের চরিত্রে অভিনয় করেন শিশুশিল্পী শ্বেতা। সেরা শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});২০১৪-এর সেপ্টেম্বরে ভারতের হায়দরাবাদের একটি হোটেল থেকে যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শ্বেতা গ্রেফতার হয়েছিল । টাকার জন্য নিজের দেহ বিক্রি করতেন এই অভিনেতা । ২০১৮-র ডিসেম্বরে বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধু রোহিত মিত্তলকে। বাঙালি ও মারোয়াড়ি, দুই রীতিতেই সাতপাকে বাঁধা পড়েন শ্বেতা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});