দ্য লায়ন কিং: ২০১৯ বক্স অফিস মাতাচ্ছে – আসবে বাংলাদেশেও

by

in

ডিজনি ক্লাসিক দ্য লায়ন কিং- বিশ্বের বাজারে ৯৪.৫ মিলিয়ন ডলার ব্যবসা করে ফেলেছে ডিজনি ক্লাসিক দ্য লায়ন কিং- তিন দিনে ৫৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করেছে দ্য লায়ন কিং। সিংহরাজ মুফাসা ও তার পুত্র সিম্বার চরিত্রে অ্যানিমেটেড সিনেমা ‘দ্য লায়ন কিং’র হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান ও তার পুত্র আরিয়ান খান।

ট্রেড অ্যানালিস্টদের অনুমান প্রথম উইকএন্ডে লায়ন কিং-এর বক্স অফিস কালেকশন ছাড়াবে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার।

 জন ফ্যাভরোর পরিচালনায় এই ছবি আমেরিকায় তো রীতিমত সাড়া ফেলে দিয়েছে। সিম্বা, নালা, মুফাসা, স্কার, টিমনদের নস্ট্যালজিয়া মন জয় করেছে দর্শকের।

২৬০ মিলিয়ন মার্কিন ডলারে তৈরি দ্য লায়ন কিং-এর রিমেক সারা বিশ্বে ব্যবসা করতে পারে আনুমানিক ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার।