আমির খানের নতুন ছবিতে আসছে বাবরি মসজিদ ভাঙার কাহিনি

by

in

আমির খানের নতুন ছবি লাল সিং চাড্ডা। বিখ্যাত হলিউড ছবি ফরেস্ট গাম্প-এর রিমেক হতে চলেছে বলিউডের এই ছবিট যা মুক্তি পেতে চলেছে আগামী বছর ২০২০ সালে। এই ছবিটি রিমেক হলেও ছবির গল্পটিকে এনে ফেলা হবে ভারতের প্রেক্ষিতে। তাই এদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক পট পরিবর্তন ধরা পড়তে পারে ছবির গল্পে, এমনটাই জানা গিয়েছে।

কোন কোন ঘটনা ঠিক কতখানি জায়গা জুড়ে থাকবে চিত্রনাট্যের, তা এখনও অবশ্য বিশদে জানা যায়নি। তবে এই ছবিতে আমিরকে প্রথমবার দেখা যাবে পাগড়ি লুকে। নায়িকার ভূমিকায় রয়েছে করিনা কাপুর খান।