NHK WORLD-JAPAN বাংলা জাপান ব্রডকাস্টিং কর্পোরেশন

জাপানের একমাত্র গণসম্প্রচার সংস্থা এনএইচকে ১৯২৫ সালে সম্প্রচার কার্যক্রম শুরু করে। এনএইচকের অর্থায়ন করা হয় টেলিভিশনের অধিকারী প্রত্যেক পরিবার থেকে সংগৃহীত টাকা দিয়ে, যার উদ্দেশ্য, শ্রোতাদের মতামতকে সর্বাগ্রাধিকার প্রদান করা এবং সরকার বা যে কোন বেসরকারী সংস্থার প্রভাবমুক্ত থাকা ।এর পাশাপাশি এনএইচকে ওয়ার্ল্ড-জাপান বৈদেশিক সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

এনএইচকের আন্তর্জাতিক সম্প্রচার সার্ভিস হল এনএইচকে ওয়ার্ল্ড-জাপান । এতে টেলিভিশন, রেডিও এবং ইন্টারনেটের মাধ্যমে ১৭টি বিদেশি ভাষায় বিশ্বের সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান প্রচার করা হয় ।