আবারো লিবিয়া উপকূলে শরণার্থী নৌকাডুবি, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

প্রতিবছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পরছে। এই সমস্ত মানুষ বা শরণার্থী জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার প্রচেষ্টায় অকালে নিজেদের জীবন বিসর্জন দিয়ে চলছেন।
প্রতিনিয়তই ভূমধ্যসাগরে নৌকা ডুবির খবর আসছে, এবার লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকা ডুবে প্রায় ৪০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
তবে এরই মধ্যে ৬০ জন উদ্ধার পেয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। ইউএনএইচসিআর এর মুখপাত্র চার্লি ইয়াক্সলে এক টুইটে বলেন, “লিবিয়া উপকূলে নৌকাডুবি হয়ে ব্যাপক প্রাণহানির ভয়াবহ খবর আসছে। বিস্তারিত এখনো স্পষ্ট জানা যায়নি।”

“প্রায় ৬০ জনকে উদ্ধার করে তীরে পাঠানো হয়েছে। আর অন্তত ৪০ জন নিহত কিংবা নিখোঁজ হয়েছে।”

লিবিয়ার উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম বলেন, পাঁচ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং খোমস শহরের উপকূলের ৯ মাইল দূর থেকে ৬৫ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।

নিহতদের তিনজন মরোক্কোর, একজন সুদানের এবং একজন সোমালিয়ার বলে জানান কাশেম। আর বেঁচে যাওয়ার শরণার্থীদের বেশির ভাগই সুদানের। বাকীরা মিশর, মরোক্কো এবং তিউনিসিয়ার বলে জানিয়েছে ইউএনএইচসিআর।