উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর পানশালায় গ্যাস বোমা বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছে। দেশটির কোটজাকোলাকোস শহরের একটি বারে এই হামলার ঘটনা ঘটে। বাংলাদেশ স্থানীয় সময় বুধবার বিকেলে বারটিতে গ্যাস বোমা হামলা হয়, এতে ২৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, সন্ত্রাসীরা বারের ভেতর ঢুকে একটি গ্যাস বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। তাদের ওই হামলায় আটজন নারীসহ মোট ২৩ জন নিহত হয়েছেন। তবে আহত ১৩ জনের অবস্থা কেমন তা তৎক্ষণাৎ জানা যায়নি।
বিস্ফোরণ সংঘটিত হওয়া পানশালাটির নাম বার কাবালো ব্লাঙ্কো। যেটি কোটজাকোলাকোস শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত।
হামলার পরে তাৎক্ষণিক বিবৃতিতে প্রদেশটির গভর্নর কুইতলাহুয়াক গার্সিয়া বলেছেন, ভয়াবহ হামলার সঙ্গে একটি গ্যাং জড়িত। তিনি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘ভেরক্রুজে এসব অপরাধী চক্রকে আর কোনোভাবেই সহ্য করা হবে না।’ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।