কাশ্মীর সঙ্কট : পরমাণু বোমাবাহী মিসাইল পরীক্ষা করল পাকিস্তান

ভারত পাক কাশ্মীর বিতর্কের মধ্যে বৃহস্পতিবার ভোরে পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক মিসাইল; উত্‍‌ক্ষেপণ করে পাকিস্তান।মিসাইলের সফল পরীক্ষার কথা; টুইটে জানিয়েছেন; মেজর জেনারেল আসিফ গফুর। স্বাভাবিকভাবে কোন অসুবিধা ছাড়াই; পাকিস্তানের সেনা এই মিসাইল পরীক্ষায় সক্ষম হয়েছে। এই জন্য; পাক সামরিক বাহিনীকে; পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও পাক প্রতিরক্ষা মন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।

ভরতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানকে। আর এই পরিস্থিতিতেই; পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক মিসাইল পরীক্ষামূলক উত্‍‌ক্ষেপণ করল পাকিস্তান।

গত বুধবার রাওয়ালপিন্ডিতে এক পাক সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন; ‘এটাই হবে শেষ ভারত-পাক যুদ্ধ’। অক্টোবর বা নভেম্বরে যুদ্ধ হবার সম্ভাবনার কথাও জানিয়ে দেন তিনি। গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে যায়; পাক মন্ত্রীর এই ঘোষণায়।