মোদির মস্তিষ্ক করোনার থেকেও ক্ষতিকারক: শহিদ আফ্রিদি

মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বে অনেক দেশেই চলছে লকডাউন। এবার এই চলমান লকডাউন এর মাঝে পুনারায় ভারত-পাকিস্তান বিতর্ক উস্কে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। অবশ্য তিনি এর আগেও একাধিকবার বিভিন্ন জনসভায় প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় মুখর হয়েছেন। শহিদ আফ্রিদি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে মোদিকে নিয়ে আবারও তীব্র সমালোচনা করলেন আফ্রিদি। যা দুই দেশের রাজনৈতিক বিবাদ আরও বাড়াতে পারে।

সোশ্যাল সাইটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে আফ্রিদি বলছেন, মোদির মস্তিষ্ক নাকি করোনার থেকেও ক্ষতিকারক! তিনি বলেন, ‘আমি আজ একটা সুন্দর গ্রামে এসেছি। আমি খুব আনন্দ পেয়েছি এখানে এসে। আমি আপনাদের এখানে আসব বলে অনেকদিন থেকেই পরিকল্পনা করেছিলাম। এক ভয়ঙ্কর মহামারিতে ছেয়ে গেছে। কিন্তু তার থেকেও বড় রোগ লুকিয়ে রয়েছে মোদির মনে। সেটা করোনাভাইরাসের চেয়েও ক্ষতিকারক।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর চলাকালীন দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন আফ্রিদি। সেখানেও তিনি দোষারোপ করেন সেই নরেন্দ্র মোদিকে। কোনোরকম রাখঢাক না করেই তিনি বলেন, ‘যতদিন মোদি ক্ষমতায় আছেন, ততদিন ভারত-পাকিস্তান সম্পর্কের কোনো উন্নতি সম্ভব হবে না।’