বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর রেজুলেশন গৃহীত

মহামারী করোনা ভাইরাসের দাপটে সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। কোভিড-১৯ বা করোনা ভাইরাস দ্বারা এখন পর্যন্ত ৫০ লাখ এর অধিক মানুষ সংক্রামিত হয়েছেন এবং মারা গেছে তিন লাখেরও বেশি।

এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সম্মত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো। এ বিষয় সংক্রান্ত একটি রেজুলেশন প্রায় এক মাস ধরে আলোচনার পরে মঙ্গলবার (১৯ জুন) বাংলাদেশ সময় বিকালে জেনেভায় গৃহীত হয়েছে। বাংলাদেশ, চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নসহ প্রায় ১৩০টি দেশ ‘কোভিড-১৯ রেসপন্স’ রেজুলেশনটি কো-স্পনসর করেছে অর্থাৎ পৃথিবীর অধিকাংশ দেশ এটিকে নিজেদের বলে গ্রহণ করেছে।

অবশ্য অন্যতম দাতা দেশ যুক্তরাষ্ট্রের এই রেজুলেশন নিয়ে মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত তারাও বসেছে সমঝোতার টেবিলে।