.

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এর সাথে ডঃ মুহাম্মদ ইউনুস এর বৈঠক

ফ্রান্সের তরুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন   গতকাল ১১ জুলাই নোবেল  বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস এর সাথে এক বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়  ।   বন্ধুত্বপূর্ণ এই সাক্ষাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ডঃ মুহাম্মদ ইউনুস কে প্যারিস নগরীর সম্মানসূচক  নাগরিকত্ব প্রদান করেন ।  সম্ভবত মুহাম্মদ ইউনুস ই প্রথম বাঙালি যিনি এই  প্রেসিডেন্ট এর সাথে  সাক্ষাৎ করেছেন ।

চল্লিশ মিনিট  দীর্ঘস্থায়ী এই মিটিং এ ম্যাকরন ও মুহাম্মদ ইউনুস  সামাজিক ব্যাবসা এবং বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলেন ।

2 thoughts on “ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এর সাথে ডঃ মুহাম্মদ ইউনুস এর বৈঠক”

  1. এই ঘূনির্ঝড় ফানির অবস্থা বাংলাদেশের দিক কেমন আঘাত হানতে পারে

আপনার মতামত বা জিজ্ঞাসা ?