হাইকোর্টের তিন জ্যেষ্ঠ বিচারপতিকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে নিয়োগ

৮ই অক্টোবর ২০১৮ ইং বাংলাদেশ এর  রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ হাইকোর্টের তিন জ্যেষ্ঠ বিচারপতিকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে নিযুক্ত করেন। সংবিধান অনুযায়ী, বিচারপতিগণ ৯ই অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাপলেট বিভাগে যোগ দেন। সুপ্রিম কোর্টের বিচারক লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ দেশের আপীলের চূড়ান্ত আদালত, এটি প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগ এবং অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে।

নিয়োগপ্রাপ্ত বিচারপতিগণঃ

১) বিচারপতি জিনাত আরা

২) বিচারপতি আবু বক্কর সিদ্দিক

৩) বিচারপতি মোঃ নুরুজাম্মান 

বিচারপতি জিনাত আরা

বিচারপতি জিন্নাত আরা ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন, অক্টোবরে আপীল বিভাগে যোগ দেয়ার সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর।  তিনি ১৯৭৮ সালে সরকারী জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন, তার প্রায় ৩৯ বছরের অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশে সুপ্রিম কোর্ট এর আপীল বিভাগে তিনি দ্বিতীয় নিয়োগপ্রাপ্ত মহিলা বিচারপতি।

বিচারপতি আবু বক্কর সিদ্দিক

বিচারপতি আবু বক্কর সিদ্দিক ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। আপীল বিভাগে যোগ দেয়ার সময় তার বয়স হয়েছিল ৬৪ বছর। তার প্রায় ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে, তিনি ১৯৮০ সালে সরকারী জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন।

বিচারপতি মোঃ নুরুজাম্মান

বিচারপতি মোঃ নূরুজ্জামান আপীল বিভাগে যোগদান করার সময় তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে  সুনামগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলাতে যুদ্ধ করেন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *