ঢাকা যুবলীগের জনপ্রিয় নেতা ইসমাইল হোসেন সম্রাট গ্রেফতার হবার পর থেকেই বেরিয়ে আসছে বিভিন্ন তথ্য । আজ তার বাসায় র্যাবের অভিযান কালে রিপোর্টারদের বিভিন্ন প্রশ্নের জবাবে তার স্ত্রী বিভিন্ন কথা বলেন । সম্রাট ও তার স্ত্রীর এক ছেলে সন্তান বর্তমানে বিদেশে পড়াশুনা করেন ।
” বাড়ি, গাড়ি, ফ্ল্যাট করার কোনো নেশা ছিলো না৷ ওর নেশা একটাই জুয়া খেলা “
সাংবাদিকদের শারমিন চৌধুরী বলেন, ‘আমাদের ১৯ বছরের সংসার। আমার স্বামী কখনও চাননি- অবৈধ টাকা দিয়ে সংসার চলুক। কখনও অবৈধ টাকা তিনি সংসারে দেননি। দুই বছর ধরে আমরা আলাদা থাকছি। সিঙ্গাপুরে বিভিন্ন নারীর সঙ্গে তার ছবি দেখা গেছে- এমন প্রশ্নের জবাবে সম্রাটের স্ত্রী বলেন , দুই বছর ধরে আমাকে সিঙ্গাপুর নেয় না।
আমি যতটুকু জানি চায়না এবং মালয়েশিয়া মিক্সড এক নারীর সঙ্গে তার সম্পর্ক হয়েছে। সিঙ্গাপুর গেলে তার সঙ্গে সময় কাটাতো সে।
শনিবার গভীর কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের একটি বাড়ি থেকে সম্রাটকে আটক করা হয়। তার সঙ্গে আটক হন যুবলীগ ঢাকা দক্ষিণের সহ-সভাপতি এনামুল হক ওরফে আরমান। পরে তাদের দু’জনকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে ।