জাতিসংঘের মহাসচিব ঢাকা সফরে

মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে জাতিসংঘের `ওয়ান উইমেন ওয়ান চাইল্ড‘ কর্মসুচী বাংলাদেশে কেমন চলছে তা স্বচক্ষে দেখতেই মূলত মিঃ বানের এই সফর৻

 

জলাবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জোট, ক্লাইমেট ভালনারেবল ফোরাম, ঢাকায় এখন যে সম্মেলন করছে, সোমবার মিঃ বান সেখানে ভাষণ দেবেন৻

এছাড়া, জাতিসংঘের বিভিন্ন শান্তি রক্ষী মিশনে যেসব বাংলাদেশী শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সাথে তিনি দেখা করবেন৻

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ মহাসচিবের একটি ভাষণ দেয়ার কথা রয়েছে৻ ঢাকা বিশ্ববিদ্যালয় মিঃ বানকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে৻

বিগত ২০০৮ সালের সাধারন নির্বাচনের আগে মিঃ বান সর্বশেষ ঢাকা সফরে এসেছিলেন।