নিবন্ধন না করলে ৩০ এপ্রিলের পর সিম বন্ধ

Image copyrightbbc
Image captionজাতীয় পরিচয় পত্রের সঙ্গে মিলিয়ে মোবাইল ফোন গ্রাহকদের সিম নিবন্ধন কার্যক্রম চলছে
সিম নিবন্ধন না করলে ৩০ এপ্রিলের পর পর্যায়ক্রমে সিম বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার সচিবালয়ে একটি অনুষ্ঠান শেষে তিনি বলেন, ”যারা ভেরিফিকেশন করেননি, ১ মে থেকে আমরা স্বল্প সময়ের জন্য তাদের সিম বন্ধ করে ইঙ্গিত দেব। নির্দিষ্ট সময়ে সিম নিবন্ধন না করলে প্রথম দিন হয়তো এক ঘণ্টার জন্য, দুদিন পর আবার দুই ঘণ্টার জন্য সিম বন্ধ থাকবে। এভাবে একসময় পুরোপুরি সিম বন্ধ হয়ে যাবে।”
তিনি জানান, এ পর্যন্ত ৬ কোটি ৩৫ লাখ সিম পুনঃনিবন্ধন হয়েছে। বাকি সিমগুলোও নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধিত হবে বলে তিনি আশা করছেন।
মিথ্যা পরিচয়ে সিম কিনে অপরাধমুলক কর্মকাণ্ড ঠেকাতে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সব মোবাইল সিম পুনঃ নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার।
জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মোবাইল ফোন গ্রাহকদের তথ্য মিলিয়ে সিমটি নিবন্ধন করা হয়।
মোবাইল সিমের পুনঃ নিবন্ধনের এই প্রক্রিয়া ৩০ এপ্রিলের মধ্যে শেষ করার আশা করছে সরকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *