ইংল্যান্ড সফরের জুনিয়র “সাকিবের” বাজিমাত

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ইংল্যান্ড সফরে রয়েছে। সেখানে ত্রিদেশীয় সিরিজ এ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের শুরুটা হয়েছে দুর্দান্ত । উস্টারশায়ারে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংলিশরা। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে তারা। সে রান তাড়া করার লক্ষ্যে এখন ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জুনিয়র সাকিব পেয়েছেন ৪ উইকেট। অনূর্ধ্ব ১৯ দলের এই সাকিব অবশ্য স্পিনার নন, পেসার। পুরো নাম তানজিম হাসান সাকিব।

তানজিম হাসান সাকিব

সাকিবের দারুণ বোলিংয়ে স্বচ্ছন্দে এগোতে পারেনি স্বাগতিকেরা। ১০ ওভারে ৪৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। স্কোরবোর্ডে ৮৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে ইংলিশ যুবারা। শেষ পর্যন্ত তাদের স্কোর দাঁড়িয়েছে ২০০।

শুরুটা ভালো করেও রান আউটের শিকারে ওপেনিং জুটি ভাঙে ইংল্যান্ডের। দুই ওপেনার ডান মাউসলি ও টম ক্লার্ক ওপেনিং জুটিতে ৪৯ রান তুলেন। ব্যক্তিগত ২০ রানে দশম ওভারে রান আউট হয়ে ফেরেন মাউসলি। এর পরে যাওয়া-আসার মিছিল শুরু হয় ইংলিশদের। পরের ৩৮ রান তুলতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এর মধ্যে ৩ উইকেট নিয়ে ইংলিশদের ব্যাটিং-মেরুদণ্ডে আঘাত হানেন সাকিব।