ভয়াবহ রূপে ডেঙ্গুর বিস্তার, আক্রান্ত ৫০ জেলার মানুষ

সারা দেশে ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, সময়ের সাথে সাথে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন নতুন জেলার মানুষগণ। দেশের প্রায় প্রতিটি ঘরে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বেড়ে চলছে তেমনি প্রতিনিয়ত মৃত্যুর মিছিলে শামিল হচ্ছে নতুন নতুন মানুষ। এ রোগে ফরিদপুর, সাভার ও রাজধানী ঢাকায় গতকাল সোমবার আরো তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে দুই শতাধিক। তাছাড়া ডেঙ্গু নিয়ে উদ্বেগজনক তথ্য দিল খোদ স্বাস্থ্য অধিদপ্তর, তাদের দেওয়া তথ্যমতে এরই মধ্যে দেশের ৫০ টি জেলায় ডেঙ্গুতে রোগে আক্রান্ত হয়েছেন।

সবচেয়ে উদ্বেগের বিষয়, রাজধানী ছাড়া দেশের বেশির ভাগ সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ পরীক্ষার সরঞ্জাম নেই। ফলে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে জ্বর নিয়ে রোগীরা ছুটছে। ডেঙ্গু বিষয়ে পরামর্শের জন্য বিভিন্ন হাসপাতালে খোলা হয়েছে হেল্প ডেস্ক। অনেক জেলায় চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা।