বার্সেলোনায় ফিরছেন না নেইমার!

দিন যতই যাচ্ছে বিশ্ব সেরা ফুটবল খেলোয়ার নেইমারের দলবদল এর ব্যাপারটি ততই ঘোলাটে হচ্ছে। নিত্য নতুন আলোচনায় মুখরিত হচ্ছে নেইমারের দল বদলের বিষয়টি। পিএসজি থেকে নেইমারকে দলে ফেরানোর আশায় বিভোর বার্সা। এমত অবস্থায় খোদ বার্সেলোনার ক্লাবের সহ-সভাপতি যা বললেন, তা শুনে হয়তো অনেক বার্সেলোনা ভক্তের মন খারাপ হবে। ক্লাবের সহ-সভাপতি মনে করেন, নেইমার এই মুহূর্তে বার্সেলোনা ফিরে আসাটা প্রায় অনিশ্চিত।

বর্তমানে নেইমারের বার্সায় আসার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কার্দোনা, ‘আজ পর্যন্ত নেইমার সংক্রান্ত যা খবর আছে, তার ওপর ভিত্তি করে আমি আপনাদের বলতে পারি, নেইমারের পরিস্থিতিটা বড় বেশি গোলমেলে। ও এখনই আসছে না।’ নেইমারকে আনতে পারা-না পারার বিষয়টা এখন আর তাদের হাতে নেই বলে জানিয়েছেন কার্দোনার, ‘আমাদের হাতে কিছুই নেই এখন। আমাদের কাজের ওপর কিছু নির্ভর করছে না। আমরা শুধু জানি সে (নেইমার) প্যারিসে সুখে নেই। আর এ পরিস্থিতিটার সমাধান শুধুমাত্র প্যারিসেই হতে পারে, বার্সায় না। পিএসজির সঙ্গে এখনো এ নিয়ে আমাদের কথা হয়নি। দুই ক্লাবের মধ্যে যথেষ্ট পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। নেইমারকে নিয়ে যদি কোনো দিন কথা ওঠে, কথা হবে। কিন্তু এখন এই মুহূর্তে আমি বলতে পারি, নেইমার বার্সায় আসছে না।’

গতকাল রিয়াল বেতিস থেকে বার্সায় আসা নতুন লেফটব্যাক জুনিয়র ফিরপোর জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে বার্সা সভাপতি বার্তোমেউ বলেছিলেন, আরও নতুন খেলোয়াড় আসবে এ বছর। কথা শুনে আশাবাদী হয়ে ওঠা বার্সা সমর্থকদের আশার বেলুনটা সহসভাপতির কথা শুনে চুপসে যেতে বাধ্য!