১৪৪ ধারার মাঝে ও জুম্মার নামাজ আদায় করল কাশ্মীরের মুসলিমরা

ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল এর মধ্য দিয়ে জম্মু কাশ্মীরের জনগণের সাথে মোটামুটি বলা চলে বিদ্রোহ ঘোষণা করে। এরই ফলশ্রুতিতে ভারতের কেন্দ্রীয় সরকার বিগত কয়েকদিন যাবত জম্মু-কাশ্মীরের ১৪৪ ধারা জারি করে রেখেছে। এক কথায় বলা চলে কাশ্মীর এখন মৃত্যু উপত্যকা পরিণত হয়েছে। সেখানকার জনগণ কেউই স্বাভাবিক চলাচল করতে পারছে না, কার্যত পক্ষে সবাই গৃহবন্দী হয়ে পড়েছে।
অবশেষে শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যেই নমাজ পড়লেন কাশ্মীরের মুসলিমরা। শুক্রবারের নমাজের জন্য বিভিন্ন স্থানীয় মসজিদ খুলে দেওয়া হয়েছিল। কাশ্মীরে সেরকম কোনও গণ্ডগোলের খবরও এখনও পর্যন্ত আসেনি। জানা গিয়েছে এদিন ১৪৪ ধারা জারি থাকা সত্বেও মসজিদে যাওয়ার সময় সাধারণ মানুষকে কোনও প্রশ্নের মুখে পড়তে হয়নি।
কাশ্মীর প্রচুর আগেই মোতায়েন করা হয়েছে প্রচুর সেনাবাহিনী। সেখানে নিজে উপস্থিত আছেন অজিত দোভাল। তাঁর নির্দেশেই এদিন সাধারণ মানুষকে মসজিদে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, এদিন জম্মু থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। শনিবার থেকে স্কুল-কলেজ খোলার নির্দেশ দেওয়া হয়েছে।